আগমনী– অসীম চক্রবর্ত্তী
24 total views
ভাসছে দেখো নীল আকাশে
সাদা তুলোর ঢেউ
ভরিয়ে মনে ঠাণ্ডা বাতাস
বলছে আসছে কেউ।
সারিবদ্ধ কাশের শোভা
শিউলি ছাড়ছে গন্ধ
মা যে আসছেন বাপের বাড়ি
ঘুচবে এবার মন্দ।
শিশির ভেজা শারদ সকালে
মায়ের আগমনী গানে।
আকাশে বাতাসে মুখরিত সুরে
জোয়ার আসিল প্রাণে।
মৃন্ময়ী মা হয়ে আবির্ভূতা
ধরায় জাগাবে আলো
মাতাবে ভুবন, সরিয়ে শঙ্কা
সকলো দিশার কালো।
ভুবনমোহিনী হাসি যে মায়ের
শুনছি পদধ্বনি
পাপের ধরায়, আশার ক্ষরায়
আনবে জয়ধ্বনি।
Subscribe
Login
0 Comments