আদমশুমারি
একবার ভাবুন তো ……….
আপনি যখন গুনছেন বাড়ির গাছটায়
ঠিক কতোগুলো আম আছে ?
যে আম যেগুলো একটু নষ্ট হয়েছে
ওগুলো বাদ দিয়েই আপনি গুনলেন
বেছে বেছে ঠিক ঐ তরতাজা আমগুলো ।
একবার ভাবুন তো ………..
আপনি যখন গাছ থেকে পুষ্প চয়ন করছেন
আপনি বেছে বেছে ডালায় রাখছেন
ঠিক ঐ ফুলগুলো যে গুলো একেবারে তরতাজা ,
আপনি বাদ দিচ্ছেন সেই ফুলগুলো
যাদের পাপড়ি গুলো কেটেছে পোকায়।
একবার ভাবুন তো অনাহারে …………
যে মানুষগুলোর পাঁজরের প্রতিটা হাড়
নিখুঁতভাবে এক্স-রে হয় আপনার চোখে !
ফাইল বন্দী বড় বড় ডিগ্ৰী হাতে
বেকারত্বের জ্বালায় বেকার যার জীবন
এবার আদমশুমারিতে ওদের নাম বাদ দিও ।।
Subscribe
Login
0 Comments
Oldest