আমাদের গল্পগুলো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমাদের গল্পগুলো..!

 

আমাদের গল্পগুলো, হঠাৎ করেই অল্প হল

তারপর মিলিয়ে গেল তোমায় আমায় মিলে..

আগে যদি বুঝতো ওরা সুখের পাখি ঘর পাবে না!

পাখিটা ঘর খুঁজতো অন্য কোথাও গিয়ে..

আমাদের গল্পগুলো..!

 

আমাদের গল্পগুলো, একবারে তেই স্বপ্ন ছোঁয়া।

স্বপ্নের রং মাখতো তোমার কাজল দিয়ে..

আঁধার রাতেরা শুনতো কথা স্তব্দ হয়ে,

গল্পেরা ঘর বানাবে স্বপ্নের রং নিয়ে..

আমাদের গল্পগুলো..!

 

আমাদের গল্পগুলোর,হঠাৎ হঠাৎ বায়না ছিল।

দিনে ছিল উত্তাল ঝড়,শান্ত ছিল রাতে..

একখানা রামধনুর গাড়ি,সেখানে থেকেই বৃষ্টি শুরু

কথা ছিল দুজন মিলেই ভিজবো ভীষণ রাতে..

আমাদের গল্পগুলো…!

 

আমাদের গল্পগুলো, হারিয়ে যেত ইচ্ছে করেই

নিজেরা রাগ করবো নিজেরাই যাবো ভুলে..

জীবনের নতুন খাতে খুজবো দুজন প্রেমের মানে

প্রেমে রোজ স্বপ্ন আসুক ঝগড়াটে মরশুমে..

আমাদের গল্পগুলো..!

 

আমাদের গল্পগুলো হঠাৎ করেই অল্প হল।

তারপর মিলিয়ে গেল তোমায় আমায় মিলে..

আগে যদি বুঝতো ওরা সুখের পাখি ঘর পাবে না

পাখিটা ঘর খুঁজতো অন্য কোথাও গিয়ে..

 

পাখিটা ঘর খুঁজতো অন্য কোথাও গিয়ে..

 

পাখিটা ঘর খুঁজতো অন্য কোথাও গিয়ে..

 

আমাদের গল্পগুলো…?

 

#মন_সায়রের_পাড়ে

 

 

 

 

0

Publication author

1
"এ শহরের বুকের মধ্যে ইটের ভাটা।
মিহি রোদ্দুর ছিনিয়ে নেয় প্রান।।"

~ মন সায়রে..
Comments: 0Publics: 35Registration: 21-08-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।