আমার দুঃখ – (ছোটদের কবিতা)- অসীম চক্রবর্ত্তী
ঘুম ভাঙতো মায়ের ডাকে
বাহানা দিতাম রোজই তাকে
একটা চুমু দিয়ে গালেতে
বিছানা ছাড়তো নিয়ে কোলেতে।
কিছু না কিছু দিয়ে মুখেতে
পরাতো ড্রেসটা কোন মতে
ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দিয়ে
বেড়িয়ে পরতো আমাকে নিয়ে।
স্কুলের দরজা হবে কি বন্ধ?
পথে যেতে যেতে মনেতে দ্বন্ধ।
বই, খাতা, জল আছে কি সাথেতে?
টিফিন কি রয়েছে আমার ব্যাগেতে।
মজার গল্প, খেলা খেলতাম
ক্লাসের ফাঁকে ফাঁকে
বাড়ি ফিরে রোজ গল্প কথা
শুনাতাম রাতে মাকে।
ছুটির ঘন্টা, বাজলেই মোরা
হাত ধরে ক্লাস ছাড়তাম
এক লাইনে পরপর সব
মজা করে বাড়ি ফিরতাম।
হঠাৎ জানি কি সব হল
ঠিক যে কবে হবে?
স্কুলের জীবন, মজার জীবন
ফিরবে আবার কবে?
Subscribe
Login
0 Comments
Oldest