আমার ধলহরা
![]()
আমার ধলহরা
কলমে- সুব্রত পন্ডিত
আমার জন্মভূমির পুণ্য মাটিকে প্রণাম,
সুজলা সুফলা ভারতভূমিই আমার ধাম।
ধামের মাঝেই ঠিকানা- আমার ধলহরা গ্রাম।
পিন নম্বরটি হল- সাত-দুই-এক-চার-পাঁচ-এক,
“এন.এইচ. ষোল” জাতীয় সড়ক করেছে গ্রামটিকে দু’ফাঁক।
ধলহরা বাসস্ট্যান্ডটি “বামনপকুর” নামেই করে হাঁকডাক।
ছোট-বড় নানা জাতি, নানা বর্ণ, ধনী-গরিবের সমাহার,
গ্রামের মাঝখানে “শীতলা দেবী” করেন অন্যায়ের সংহার।
দেবীর প্রাঙ্গণেই বসেই গণ্যমান্যরা করেন দশের বিচার।
সতত স্বাগত জানায় –
ধলহরা “অয়ন্তিকা হেল্থ অ্যান্ড ওয়েল্থ অর্গানাইজেশন”,
উজ্জ্বল হোক সবার জীবন, ভরে উঠুক মন-প্রাণে অনুপ্রেরণ।
হাসি আছে, খুশি আছে, পরস্পরের টানই পরম্পরা,
গল্পের মতো সুন্দর নানা অনুষ্ঠানে মাতে লোকেরা।
নিত্য শ্রীবৃদ্ধিতে আছি সাথে- এসে ঘুরে দেখো ধলহরা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)