আমি তোমার উষ্ণতা নেবো কিন্তু! তোমায় ছোঁব না
আমি তোমার উষ্ণতা নেবো; তোমায় ছোঁব না।
আমি দূর থেকে তোমার পানে হাত বাড়াব..
ঝড়ে যাওয়া পাতার মত নিচে পড়ে রব..
তবুও, আমি তোমায় ছোঁব না।
মৃদু বাতাস হয়ে তোমার চুলের মাঝে ঘর বাঁধবো
নিঝুম রাতের তাঁরা দেখবো দুজন মিলে,
আমি তোমার শরীরে শরীর ছুঁয়ে যাবো..
তবুও, আমি তোমায় ছোঁব না।
বসন্তের কোন নাম জানা ফুল হয়ে..
তোমার চলার পথে পড়ে রইবো,
নয়তো, মুষলধারে বৃষ্টি হয়ে ঝড়ে যাবো..
তোমার প্রতিটি অঙ্গে অঙ্গে আমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকবো..
তবুও, আমি তোমায় ছোঁব না ।
শীতের রাতে,আমি উষ্ণ চাদর হয়ে তোমায় উষ্ণতা দেবো..
কুড়িয়ে নেবো তোমার সকল উষ্ণ নিঃশ্বাস..
আমি তোমার শরীরের উষ্ণতা নেবো; কিন্তু তোমায় ছোঁব না ।।
#মন_সায়রের_পাড়ে