আমি ভাত চাই ক্ষুধা নিবারণে
![]()
আমি স্বাধীনতা চাইনা, ভাত চাই ভাত
ভাত না পেলে একলক্ষ সাতচল্লিশ হাজার –
পাঁচশত সত্তুর বর্গকিলোমিটারের মানচিত্র চিবিয়ে খাবো
ক্ষুধার যন্ত্রণায় আমি মাটি কামড়িয়ে খেয়েছি —
জ্বালা মিটিয়েছি নাড়ীভুঁড়ির।
আমি এক কোটি বছরের তৃষ্ণার্ত, পিপাসিত অন্তর
পান্তা আর লঙ্কাবাটা-ই আমার জন্য কোরমা পোলাও
তা-ও যদি না পাই লোহিত রক্ত পিকে উদর পুর্তি করবো।
আমাকে তিনবেলা তিন মুঠো ভাত খেতে দিলে —
আমি আমৃত্যু শান্ত থাকবো, মন্থর থাকবে গতি
খাবার না পেলে পতাকা পুড়িয়ে ছাঁই খেয়ে উদর পুর্তি করবো
অবরোধ করবো রাজপথ —
ইট খুলে খাবো সংসদ ভবনের —
কণ্ঠনালী চেপে ধরবো দক্ষিণা পবনের–
মুক্তির ঝাণ্ডা উড়াবো নিপীড়িত নির্যাতিত মজলুমের।
এই ভদ্র সমাজে নগ্নতা আবরণে পোশাক চাইনা
আমি এক মুঠো ভাত পেলে গাছের বাকলে নগ্নতা ডেকে নেবো
আমি ভাত চাই ক্ষুধা নিবারণে —
নির্মল জল চাই হৃদয়ের তৃষ্ণা তুষ্টিতে —
তোমরা তো দিনাতিপাত করছো পুষ্টিতে।
১৮/১০/২০২২ইং, সৌদি আরব
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)