আর একটা বিপ্লব
![]()
কেবলই সংগ্রাম করে চলেছি সময়ের সাথে অনুক্ষণ
যাপনের সাথে দর্শনের
বিধাতার সাথে বিবেকের
কর্মের সাথে বিশ্বাসের
মরণের সাথে নিঃশ্বাসের;
অর্থের সাথে সঙ্গতির কেবলই এক বিরুদ্ধ যাপন
তাই, আজ আরেকটা অতিবিপ্লবের নেশায়
ইদানিং পেয়েছে আমায়-
এবার ভক্তদের প্রশস্তিবাক্যের অবয়বও
একেবারে উলঙ্গ করেই ছাড়বো
করবো আজ প্রভুদের যত হিপোক্রেসি নিধন
এবার ভাঙবো বজ্র-চেতনায় যত টাকশাল থেকে
বাকশাল, ধর্মশাল সবই একে একে
ভাঙবো শক্ত-হাতে শেষে
মুখোশপরা মানুষে মানুষে
কেবলই সর্বনাশী আগ্রাসী এক বিরুদ্ধ-বন্ধন
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)