আর কখনো কবিতা লিখবো না
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলে –
খুন, ধর্ষণ, গুম, লুটপাট হীন রাষ্ট্র পেলে
কথা দিচ্ছি আর কখনো কলম ধরবো না
আর কখনো কবিতা লিখবো না।
জনগণ তার ভোটাধিকার ফিরে পেলে –
রাষ্ট্র তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেলে
কথা দিচ্ছি আর কখনো কলম ধরবো না
আর কখনো কবিতা লিখবো না।
নিপীড়ন নির্যাতন,মজলুমের চোখের জল বন্ধ হলে –
দ্রব্য-মূল্যের দাম নাগালে ফিরে এলে
কথা দিচ্ছি আর কখনো কলম ধরবো না
আর কখনো কবিতা লিখবো না।
ক্ষমতার গদির পালাবদল হলে –
রক্তের স্রোতে সাঁতার কাটা বন্ধ হলে –
কথা দিচ্ছি আর কখনো কলম ধরবো না
আর কখনো কবিতা লিখবো না।
এ দেশের আঠারো কোটি মানুষ নির্ভয়ে পথ চলতে পারলে
মায়ের চোখে সন্তান হারানোর শোকে অশ্রু আর না ঝরলে –
কথা দিচ্ছি আর কখনো কলম ধরবো না
আর কখনো কবিতা লিখবো না।
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলে –
একটি স্বাধীন পতাকা পেলে, কলম দেবো ফেলে
কথা দিচ্ছি আর কখনো কলম ধরবো না
আর কখনো কবিতা লিখবো না।
০৩/০৬/২০২২ সৌদি আরব