আলোআশা
150 total views
যে কবিতা আমি লিখেছি
সেতো পুড়ে গেছে
হৃদয়ের খামেতে জড়ানো
জ্বলন্ত মোমবাতির শিখাতে।
যে তারা আকাশ হতে
খসে পড়েছে নীচে
সে তো আর কখনও
জ্বলতে পারেনি নিভে।
যেতে যেতে যে পথ মিশেছে
দূর সাগরের বুকে
সে কোনো দিনতো
ফিরে আসেনি ভুলে।
যে বালি পড়ে আছে তীরে
সে তো কখনও বুঝেনিতো
সাহারা মরুভূমির
উষ্ণ বেদনার দশা।
অন্ধকারেরা প্রশ্ন করে
নীরব রাতের কাছে
জোনাকিরা দিয়ে যায় আলো
ডাইরীর পাতাগুলো’তে।।
Subscribe
Login
0 Comments