আহাজারি
32 total views
আজ যত সুখ হলো যে দূর
ধর্ষণ করে জ্বালিয়ে দিলো রাস্তার কুকুর
থাকি ঘরের কোণে আঁচলে ঢেকে মুখ,
কি বীভৎস শত ধ্বনির আত্ম চিৎকার
শোনার মতো কেউ নেই জানাই ধিক্কার,
চারিদিকে নষ্টের বসবাস করে তিরস্কার
আমি ধর্ষিতা অপবিত্র করেছি জগৎসংসার।
ধর্ষিতা বোনের কান্নার আহাজারি
তোমার দেহে যদি না খেলে রক্তের হোলি,
কেমন ভাই তুমি কর স্নেহের বাহাদুরি?
শরমে মরি, মসজিদের ইমাম সেজে করে ধর্ষণ
পাড়ার মুসল্লী ইজ্জতের ভয়ে নিশ্চুপ যখন!
ধর্ষিতা পায়না বিচার আজব এ দেশ
পদে পদে ঘুণে ধরা এ সমাজ অসুস্থ বিবেক,
এসো যত ধর্ষিতা নারী কান্না ভুলে হুংকার তুলি
যাদের প্রশ্রয়ে আজ আমি রক্তাক্ত বিবস্ত্র নারী
প্রকাশ্যে রাজপথে তাদের গুলি বর্ষণ করি।
Subscribe
Login
0 Comments