ইচ্ছা
আমি রোজ সকালে দেখি
মানুষের হেঁটে যাওয়া
আলো-অন্ধকার যাই থাকুক না কেন
মনের ভিতরে, তবুও ইচ্ছা নিয়ে বেঁচে থাকা।
স্বপ্ন শান্ত ‘শূন্য’ নীরবতা
তবুও পূর্ণ করতে স্বাদ জাগে-
প্রাণের বীজ বুনে
ইচ্ছাকে সহজরূপে জাগ্রত করা।
আমি দেখি কত মানুষ
নিজের দোষে হয়ে যায় আলাদা!
তাদের হৃদয়ে আমার ও হৃদয়ে
জন্ম নেবে কল্পনার জগত।
তবু কেন আমরা এত অভিমানী
তবুও আমি নিজের মনের একাকী।
ইচ্ছাকে দিয়েছি জোনাকির নীল আলো
সবুজ ঘাসের শিশিরের জল।
এতো শুধু ইচ্ছা – আনন্দ
প্রাণের কাছে বিরহের প্রহর
ডুবে গেছে গভীর পানিতে
আশা নয়-প্রেম -এতো ইচ্ছা
দেহ থেকে দেহের ভিতরে
আমি ইচ্ছাকে রেখেছি প্রেমের গভীরে।।
Subscribe
Login
0 Comments
Oldest