প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি রোজ সকালে দেখি

মানুষের হেঁটে যাওয়া

আলো-অন্ধকার যাই থাকুক না কেন

মনের ভিতরে, তবুও ইচ্ছা নিয়ে বেঁচে থাকা।

 

স্বপ্ন শান্ত ‘শূন্য’ নীরবতা

তবুও পূর্ণ করতে স্বাদ জাগে-

প্রাণের বীজ বুনে

ইচ্ছাকে সহজরূপে জাগ্রত করা।

 

আমি দেখি কত মানুষ

নিজের দোষে হয়ে যায় আলাদা!

তাদের হৃদয়ে আমার ও হৃদয়ে

জন্ম নেবে কল্পনার জগত।

 

তবু কেন আমরা এত অভিমানী

তবুও আমি নিজের মনের একাকী।

ইচ্ছাকে দিয়েছি জোনাকির নীল আলো

সবুজ ঘাসের শিশিরের জল।

 

এতো শুধু ইচ্ছা – আনন্দ

প্রাণের কাছে বিরহের প্রহর

ডুবে গেছে গভীর পানিতে

আশা নয়-প্রেম -এতো ইচ্ছা

দেহ থেকে দেহের ভিতরে

আমি ইচ্ছাকে রেখেছি প্রেমের গভীরে।।

 

 

0

Publication author

2
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।