ইচ্ছে – (ছোটদের কবিতা) – অসীম চক্রবর্ত্তী
আর কতো দিন থাকবো মাগো
বন্ধ এই ঘরে।
দাওনা মোরে মুক্ত করে
একটি বারের তরে।
পারছি নাকো থাকতে যে আর
বন্দি জীবন মেনে।
সঠিক নিয়ম, সঠিক সময়
কি আর হবে জেনে।
খোলা আকাশে, মুক্ত বাতাস
প্রাণ ভরে শুধু নিতাম
ইচ্ছে করে দূর দূরান্তে
হারিয়ে কোথাও যেতাম।
নীল আকাশে দু’হাত তুলে
মন খুলে গান গাইতাম।
মেঘলা দিনে, বৃষ্টি ভিজে
একটু কাদা মাখতাম,
ইচ্ছে হয়গো খুবই আমার
ট্রেন গাড়িটা চড়তে।
তোমার সাথে হাত ধরে খুব
এদিক ওদিক ঘুরতে।
চলোনা তুমি আমায় নিয়ে
প্রিয় সবার ঘরে।
বায়না আমি করব নাকো
আর কখনো পরে।
জানি আমার ইচ্ছেগুলি
ইচ্ছে হয়েই ভিড়বে
মজার সুখের দিনগুলি সব
কবে যে আবার ফিরবে?