ইতি
ইতি
-ভাস্কর পাল
ঝরছে পাতা জমছে চিঠি, অতীত হচ্ছে পুরনো স্মৃতি
আকাশ মাতছে কখনো রৌদ্রে, কখনো ছাইছে অন্ধরাতে।
বসন্ত আসে প্রতি বছরই, আসে না ফিরে হারানো দিন গুলি
নতুনের উদয় হয়, একটা ঝাঁপসা রাত্তির পেরিয়ে,,
তবু হারানো দিনগুলি রয়ে যায়, কত রাতের স্মৃতি ধরে।।
ইতিহাসের পাতায় ইতির চিঠি, কত গুচ্ছ গুচ্ছ অজানা স্মৃতি
জীবনের পাতায় স্বপ্ন শত শত, কিছু ভাঙছে কিছু হচ্ছে ক্ষত
অজানা থেকে যায় কত জানা জিনিসই, লুকায় থাকে গুপ্ত চিঠি;
তাঁদের নেই ঠিকনা, নেই ডাকপিওন, তবু তারা পাতায় বন্দি।
আসে বছর নতুন নতুন, দেখায় স্বপ্ন শেখায় দেখতে-
কেটেও যায় স্বপ্নের ঘোর আবার শত স্বপ্ন নিয়ে আসে,,
কিছু বাস্তব তৈরি করে, কিছু অজানা আড়াল করে
প্রতিটি বছর প্রতিটি মনে নতুন নতুন ইতিহাস গড়ে।।
ইতি ঘটেনা স্বপ্ন গুলোর, ইতি ঘটে না স্বপ্ন দেখার ইচ্ছা গুলোর
ইতি ঘটে সময়ের কেবল, ইতি ঘটে কিছু ধৈর্যের।
ইতি ঘটে অবসাদের, ইতি ঘটে না নবাগতদের আহ্বানের।।