উপহাস
536 total views
অর্থনীতির ঘুরছে চাকা
মাথা পিছু বাড়ছে আয়,
অর্থ, নীতি কব্জা তাদের
লিখছে যারা বই-খাতায়।
কষিয়ে যারা কষছে হিসাব
মাথা গুনে করছে ভাগ,
জেগে জেগেই ঘুমায় তারা
খুঁচিয়ে দেখো, নাই সজাগ।
তেলের মাথাই তেলতেলে হয়
কুঁজোর ক্রমেই বাঁকছে ঘাড়,
কত মাথা ছাউনী বিহীন
কেউ করে কি হিসেব তার।
কত পেটে আগুন জ্বলে
চোখে জমে অন্ধকার,
চালায় চাবুক দারিদ্রতা
উপোস কিংবা অর্ধাহার।
খাতায় আছে “মাথা পিছু”
সব মাথা কি একই হয়!
সংখ্যা গুনে বিচার.. হা-হা
উপহাস আর কারে যে কয়!!
Subscribe
Login
0 Comments