উম্মতে মোহাম্মদ
নবীজীকে মোর করিয়াছে অপমান।
সূর্য টেনেছে কষ্টের আবরণ।
অভিমানী আকাশটার বুঝি অনেক রাগ!
মধ্য আকাশে কালো মেঘের ডাক।
এই বুঝি বৃষ্টি হবে,
মুমিনের বুকের রক্ত ক্ষরণে।
জিহাদের ডাক দিয়েছে বিশ্ব মুসলমান
পৃথিবীর বুকে থাকবে না আর
আবু জাহেলের অনুসারীগণ।
শপথ করি এক আল্লাহর নামে,
জীবন দিবো নবীর প্রেমে।
মোরা বিশ্ব নবীর উম্মত,
মোরা মুসলিম সন্তান।
আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়
মোরা উম্মতে মোহাম্মদ।
একটাই পৃথিবী উড়বে একটাই পতাকা,
গোটা বিশ্ব এক সুরে গাইবে কালেমা।
থাকবে না কোনো কাঁটা তারের বাঁধ,
ধ্বংস হবে যতো মুশরিক,
কাফির,ইহুদির জাত।
আল্লাহকে ছাড়া করি না কাউকে ভয়
মোরা উম্মতে মোহাম্মদ।