উষ্ণ অভ্যর্থনা
![]()
উষ্ণ অভ্যর্থনা
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- শূন্যর শূন্যস্থান (দ্বিতীয় খন্ড)
+-
আমরা সবাই একই সস্তার, একই স্রষ্টার সুন্দর সৃষ্টি,
একই আকাশ, একই বাতাস, একই মেঘ, একই তো বৃষ্টি।
সবাই সবার আপন কেউ কারো নয় পর,
দেশ-বিদেশ মিলেমিশে পৃথিবীটাই একটি ঘর।
সৎ কর্মের মধ্যে ধর্ম খুঁজলে যাত্রাতে কি আর প্রয়োজন,
মানবতাবোধের প্রেমই- মানব ধর্মের আসল আকর্ষণ।
ভালোবাসা আলো ছড়াক ঘৃনার আঁধার যাক মুছে,
মানুষকে যেন মানুষ চেনে ভেদাভেদ সব যাক ঘুচে।
সভ্যতায় হৃদয় হোক মন্দির, উচ্চারিত হোক সমবেত প্রার্থনা।
জীবন পথের দিশায় সত্য ঝরে, মন পাক উষ্ণ অভ্যর্থনা।।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)