একটি প্রেমের কাব্য
![]()
আমার স্বপ্নে দেখা তুমি,
দূর তারার দেশে বাড়ি,
দিন পড়লেই হাত বাড়িয়ে…
দেই আবেশী হাওয়ায় পাড়ি |
আমার গায়ে মাখা দাগ,
তোমার ঠোঁটের ছোঁয়ায় লাল…
স্মৃতি বিজড়িত যতি চিহ্ন,
শুধু রঙের সুখেই মাতাল |
জীবন মধ্যাহ্নে ভাঁটিয়ালী সুর ,
তটিনীর বুকে দাঁড় বায়,
প্রেম বাসনার সাধক নাবিক,
ভোরে প্রেমের উষ্ণতা চায় |
বিরহের সুর তো তুমি নও,
সুন্দর আগামীর প্রতিধ্বনি…
মেঘের দেশের পরী তুমি,
ভীষণ অখেয়ালী অভিমানী |
আভিধানিক শব্দ খুঁজে ছন্দ,
মনের ভাষা খুঁজে তার লয়…
প্রেমিক খুঁজে নিরালা ক্ষণ ,
নীরবতা যদি প্রেমের সম্মতি হয়…
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)