এত, এত টিয়া এসেছিল একদিন, আমার কাছে
অত, অত টিয়া, উড়ে যায়,
আকাশের নিচে, উড়ে, উড়ে যায়।
সবুজ গা ভর্তি, ঝাঁক, ঝাঁক,
সুন্দর ভঙ্গিমায়, চোখের থেকে হারায়।
ঘুমিয়ে পড়েছিলাম কতক্ষণ!
স্বপ্নে, বোধিবৃক্ষের জন্ম হয়েছে।
পাতারা, ঝরে পড়ছে অনবরত,
টিয়ারা, এসে বসে, একে, একে।
এতদিন, এই স্বপ্ন দেখিনি’তো,
এতদিন ঘুমিয়ে থেকেছিলাম।
চারদিকে, অনুপস্থিতি জোরালো!
ঘুম নাই’বা ভাঙাতে পারত।
এক, একটা পাতায়, আমার পূর্বাভাস,
শব্দ দিয়ে গড়া, আমার জীবনলিপি।
বোধিবৃক্ষের নিচে আসন পেতে নিলাম,
পাতাদের চিনিয়েছেন তিনি।
একটু, একটু করে বৃক্ষ বড় হয়েছে।
শিকড়ের রহস্যভেদ এবার শিখে নিতে হবে।
পাতারা, আবার ঝরে, ঝরে পড়বে,
এত, এত টিয়া, একদিন এসেছিল, আমার কাছে।