এবারে’তো ফিরে আসব না আর
![]()
দূরে, দূরে মিলিয়ে যায়,
বনতলের সীমানা।
সবুজগুলো আবছা, খুব আবছা,
ঢাকা পড়ে গেছি, ‘ভালোবাসা’।
এতদিন ঘর করে এসেছি তোমার সঙ্গে।
ভাব, খুনসুটি, মান, অভিমান, ঝগড়া,
বনতলে, পায়ে, পায়ে হবে না আর দেখা?
সবুজ-এর, ছায়াগুলো, খুব মনে পড়ে।
শীতল, গায়ে ঢাকা নিলে প’রে।
জন্মের ঘুম, চোখে ভিড় করে,
ঘুম পারাবি, ছায়াগুলো সাথে সমাধি দিয়ে।
আমার চঞ্চলতা কেড়ে নিয়েছিলে,
তোমার চোখের দিকে তাকালে,
কত বনতল পায়ে, পায়ে পেরিয়ে গেছি,
কে চায়, সে সব দিন ফুরাতে?
তবু ঢাকা পড়ে গেছি, প্রেম।
দুরে, দুরে সবুজ-বনতলে, বৃষ্টি নামল।
বৃষ্টির ঘ্রান নিতে, নিতে চলে যাব।
এবারে’তো ফিরে আসব না আর।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)