এভাবে কখনো
এভাবে কখনো কেউ
হৃদয়ে লাল কালির দাগ টানেনি ;
আমারও মন খারাপ হয়ে থাকে
তোমার ও বুঝি মন খারাপ হয় ?
যদি মন খারাপ হয় তবে তো বলো নিতো আমারে!
তুমি তো ভালোবাসো না আমারে
তবে কেন মন খারাপ হয়!
তুমি বলেছিলে মানুষের মন খারাপ হয়
এই কারণেই তোমারো বুঝি মন খারাপ হয় ?
এভাবে কেউ কখনো
আমার হৃদয়ে দাগ কাটটে পারেনি
তবে তুমি কিভাবে পারিলে!
সে কথাটি না হয় বলো গোপন স্বরে।
আমার ও বুকের বামপাশে
কেমন যানি ছ্যাত করিয়া ওঠে
কেমন করিয়া আকাশে নীল মেঘেরা আচমকাই ছেয়ে যায় ঠিক তেমনি করিয়া।
হয়তো এটাকে কি প্রেম বলে
নাকি মিছে মিছে স্বপ্ন বোনা বলে অন্তরে।
আমিও চোখের অশ্রুর সাগরে ডুবে মরি দিনে রাতে
তুমি কি সাঁতার জানো ভারত মহাসাগরে?
নাকি প্রেম বৃক্ষের বীজকে জাগাতে পারো
বহু সুপ্ত যুগ অপেক্ষার পরে।