এসো হে শুভ নববর্ষ-১৪২৮ …. আনো সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছরের নতুন কবিতা (দ্বিতীয় পর্ব)
180 total views
এসো হে শুভ নববর্ষ-১৪২৮ …. আনো সুখ শান্তি ও সমৃদ্ধি
নতুন বছরের নতুন কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষ দিনে আজি সকলে আসিল সাজি
আজিকে হবে বর্ষ বরণ,
রবি উঠে পূবদিকে অরুণ আবীর মেখে
লাল হল পূবের গগন।
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
আসে এক নতুন সকাল,
সবুজ তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
দূরে বন শাল ও পিয়াল।
নতুন বছর আসে ফুলের সৌরভ ভাসে
পুঞ্জেপুঞ্জে ধেয়ে আসে অলি,
নতুন প্রভাত হয় নতুন বছরে কয়
সবে শুভ নববর্ষ বলি।
বসন্ত হইল শেষ পরিল গ্রীষ্মের বেশ
বর্ষের প্রথমে গ্রীষ্ম আসে,
নতুন বছর আজি নব কিশলয় রাজি
তরুশাখে পত্রবৃন্তে হাসে।
সুখ শান্তি ভালবাসা জাগে মনে নব আশা
নতুন বছর লাগে ভালো,
অজয় নদীর চরে সোনা রোদ পড়ে ঝরে
অরুণ সূর্য ছড়ায় আলো।