কখন!
নীল ডায়েরির পাতা
আমার কালো রাত
লিখে দিয়ে গেছে।
আমি হারিয়ে হারিয়ে
পেয়েছি তো কিছু
স্মৃতির চাদরে মোড়া অতীত।
মনের খাতা ভরা উপন্যাস
শুধু বলে গেছে
বর্ষার ঝরে যাওয়া বৃষ্টি হয়ে।
আমি আজও জেগে থাকি
জোনাকিদের মুখের দিকে তাকিয়ে;
কখন!
যখন মরে গেছে অনুভব
মিছে হয়েছে বিস্ময়।
আর কি এই দিন আসে!
চলে গেছে দিন আমার
আষাঢ় এর আজ এই দিনে।
আমি চলে গেছি বহু দূরে
শহরের অজানা কোনো এক পথে,
মিলে গেছি একাকী হয়ে।
চলে গেছে দিন তবু
আমি রয়ে গেছি,
এসেছে নতুন যুগ
সে যুগে আমি নেই
আছে শুধু অন্য কেউ!!
কখন!আছি! নেই!!
২০/০৬/২১
Subscribe
Login
0 Comments
Oldest