কথা তবুও বিরহ
158 total views
তুমি মুখ ফিরিয়ে নিলে
ছেড়ে গেলে আমায়
হয়তো আর কোনো দিন
আসবে না এমন সময়!
এই অবেলায় ফুরোলো পথ
পেরিয়ে গেলাম শহর
শিশু ছিলাম বৃদ্ধ হলাম
আর সবই পুরানো হলো
না পাওয়ার ভিতরে
অনেক কিছু পাওয়ার মতো।
রাত জেগে জেগে প্রহরী হলাম
ল্যাম্পপোস্টের আলোয় পৃথিবী দেখলাম
বুকের ভিতর তারারা মারা গেলো
চৈত্রের আগুনের চোখের আঙিনায়।
Subscribe
Login
0 Comments