কবিতা- অদম্য আগুন
506 total views
অদম্য আগুন
আমরা একে/অপর’কে
দেখে
তাকিয়ে থাকি,,,
কিন্তু পাখির মতো ডেকে উঠি না কখনও।
রোদের মতো সরে যাই
বাধ্যতামূলক
অথবা ভক্তিমুলক দায়ভার নিয়ে।
আমরা জানছিই না আমাদের অসুখ গুলো
পাশাপাশি দুটি শীতকাল রেখে
আমরাও হেঁটে যাই,,,,
ভিতরে চিনিগুঁড়ো মায়া এঁকে।
_আহমেত
Subscribe
Login
0 Comments