কবিতা – আমার নিঃসঙ্গতা
204 total views
আমার নিঃসঙ্গতা
আহমেত কামাল
কাঁচারোদ নাড়ছে
সবুজ পাতা। তোমায় দেখলেই
হাত বাড়ায়
হাওয়া
গলি পথ।
বরিবার আসতে আসতে পাখি উড়ে যায় বুধবারের দিকে
আমি এখন দাঁড়িয়ে
আমারই ছায়ার উপর। দেখছি,,,
আমার নিঃসঙ্গতার ক্ষেত্রফল।
Subscribe
Login
0 Comments