কবিতা উপহার

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভাবছি আমি… ভাবছি আমি…
তোমায় দেব কি?
তোমার জন্য বন্ধু আমার
কোন উপহারটি হবে দামি?

ভাবছি আমি… ভাবছি আমি…
হতাশ আমি ভেবে-
অমনি শুনি চাঁদ মামাটা
বলছে আমায় ডেকে-
নেই ভাবনা, নেই ভাবনা,
হতাশা কর দূর;
আশায় বাঁধো বুক আর
ছন্দে বাঁধো সুর।
বন্ধুর জন্য লিখে ফেলো
সুন্দর একখানি কবিতা,
মনের মধ্যে নিয়ে তমার
প্রিয় বন্ধুর ছবিটা।

অবশেষে মনে ফিরল স্বস্তি
ধন্যবাদ চাঁদ মামা-
চাঁদের বুড়ি মামাকে বানিয়ে দিও
সুন্দর একটি জামা।

উপায় মিললো তাই তো আর
চলবে না করা দেরি,
লিখতে বসি আনন্দেতে
মুখে পুরে লাল চেরি।

কাগজে কলম ছোঁয়েতেই আমার
স্মৃতির ঝুলি হল উন্মুক্ত,
চোখে ভাসছে বন্ধু মুখখানি তোমার
স্নিগ্ধ হাসিযুক্ত।

মনে পরে যায় বন্ধু আমার
তোমার পাশে বসে ভেক্টর পড়া=
তোমার বাসায় বেড়াতে গিয়ে একদিন
আন্টির চায়ের প্রেমে পড়া।
হার্ট অ্যাটাক হয়েছে ভেবে-
তোমায় ফোনেটি করা।

মনে পড়ে কি বন্ধু তোমার
আমাদের কৈশোরবেলা?
কোচিং এর পথে হেঁটে জাওয়া
আর
অর্ধেক রিকশাভাড়া;
আচারের পাঁচফোড়ন
আর লাম্প বানানর খেলা?

মনে পড়ে কি ফোনালাপে
ইংলিশ এ কথপকথনের চেষ্টা?
সুখ-দুঃখ বিনিময় আর
প্রথম “দোস্ত” বলে ডাকা?

পাচ বছরের হাজারো স্মৃতি
হাসি-আনন্দে ভরা,
স্বল্প সময়ে সেইসব বলে যে
যাবে না সেশ করা।

এবার জে বন্ধু আমায়
টানতে হবে ইতি-
প্রাণোচ্ছল আর সুষম হোক
তোমার জীবনের গতি।

0

Publication author

offline 4 years

Surovi06

0
Comments: 1Publics: 8Registration: 16-08-2020
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে