কবিতা তোমাকে বাঁচাবো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা
তোমাকে বাঁচাবো
সন্ন্যাসের সাধনে প্রাপ্ত
লীলাময়ীর অমৃত বর দিয়ে,
ধরণীর দুষ্টের দমনে সৃষ্টির পালনে;
আজন্ম বাঁচিয়ে রাখবো দীপ্ত চেতনার আলোতে।

কবিতা
তোমাকে বাঁচাবো
মৃত্তিকার অন্ধ ভালোবাসায়
জননীর মমতায় উষ্ণতার আঁচলে,
দুরাচরণীয় নিষ্পাপ শিশুর উপযুক্ত লালনে;
আজন্ম বাঁচিয়ে রাখবো মনুষ্যত্বের উর্বর তেপান্তরে।

কবিতা
তোমাকে বাঁচাবো
রমণীর পাঁজরের গহিনে
অন্তর জমিনের পুষ্প উদ্যানে,
হিরণ্ময়ী রূপে অহর্নিশির নিবিড় আলিঙ্গনে;
আজন্ম বাঁচিয়ে রাখবো রমণীর বক্ষের অন্তরীক্ষে।

কবিতা
তোমাকে বাঁচাবো
দুরন্ত উপন্যাসের লিখনে
বহির্ভাগে আনবো অন্তরীণ আত্মার,
নিরন্তর ছুটন্ত সংগ্রামী কলমের কালিতে;
আজন্ম বাঁচিয়ে রাখবো অনন্ত পরিপূর্ণ যৌবনে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে