একা
184 total views
একা
,,,, আহমেত
শুয়ে আছি
যেভাবে শুয়ে থাকলে উঠে আসে
পৃথিবীর
শুষ্ক হওয়া সব নদীর কান্না।
ইতিমধ্যে রাত পৌঁছে গেছে যার যার বাড়ির ভিতর
কেউ বসে / দাঁড়িয়ে কোথাও কিছু দেখছে,,,
কেউ খাচ্ছে,,
কারো ডাইনিং টেবিল উপচে পড়ছে কথা ছোঁয়া আপেল।
যদিও আমি কথা কিংবা সম্পূরক আলোচনায় নেই
এখন একা
ব্ড্ড একা
আর একা থাকা মানুষ গুলো একটু আলাদাই হয়
পাইন কিংবা
বাবলা বৃক্ষের মতো
কেউ ছুঁতে চাইলেও কারো ছোঁয়া হয় না।
Subscribe
Login
0 Comments