“কবি’র’কবিতা” –মোঃ রহমত আলী
“কবি’র’কবিতা”
=============
মোঃ রহমত আলী
=============
কবিতা যায়ছে পায়ে,পায়ে,
হাটিয়া,কাহো ঠুকরায়,কাহো
টুকায়-টোকায় পায় কুড়ায়।
কবিতার লাগি গাথিতে কথার মালা,
খোয়া গেল মোর সারাবেলা।
বধু গোসায় কহে উঠে,কার লাগি
এত কথা রচো, মোর পানে,
নাহি চাহি, কবিতায় কি খোঁজো !
কবিতা আমার তুমিই তো রাণী
শোনাতে তোমায় বেলা সারা
খুইয়ে লেখা এ কবিতা খানি।
কি যে লিখি আবোল তাবোল,
পারিনা পড়তে, নিজের লেখা
নিজেই ভাই,তবে বোঝাবো কি ছাই।
কবিতা আমার হাটি হাটি,কবি হাট
না যায়, কবিতার হাট বসে রোজ
অন্তর বই মেলায়,সব কবি’র’কবিতা’য়।
যারা ছন্দ মিলান কবিতা আমার,
ছিঁড়ে যান কবিতা,ছন্দের নই আমি,
কবি মানবেতর মম কন্ঠের কলম।
দেখে তো শূঝেনা,শুঝে তো বোঝে না।
দুখের-দুখীকে চিনে ও আজ চেনেনা।
ফাগুনের ঝরা পাতার মতোই, ঝরে
যাচ্ছে উড়ে এক-এক কবিতা বুলি মিটে।
মালী গুলি তুলে ফেলে ডাস্টবিনে,
লাগিয়ে দিলে অবুঝ মনে আগুন,
তাই আসিলে না কবিতার নব ফাগুন।
গুন গুন করে কবি কবিতার ধুন,
কাহো না শুনে যবে,কাক পঙ্খী ডাকি,
সমুদয় কবিতা শুনায় বেদনায় কবি।
তাইতো কহে কথা কবিতা,
কবি থাকে নীরব,এই কবিতা বলে উঠে
কবি কেন ? আজ নীরব !
===০৭-০২‐২০২৩===