কবির করা খুন
138 total views
কবির করা খুন
সেদিনের রাত ছিল মেঘলাচ্ছন্ন..
গভীর সমুদ্রের জলের মত! শরীর ছিল শীতল..
পথের মোড়ে, শুয়ে ছিল কয়েকটি অবসন্ন শরীর।
চারিদিক ঘিরে দম বন্ধ করা কিছু চিৎকার..
প্রতিবেশী বলতে, রাস্তার পাশে কয়েকটি কুকুর..
আর, আলোর সুখ বলতে অর্ধেক মোমবাতি।
সেই আলো আঁধারে, সারা ঘরে খস খস শব্দ!
মোমের আলোয়, আলোকিত সাদা পাতায় সুখ।
অস্বচ্ছ চাঁদের আলোয় আলোকিত ডেক্স..
বাতাস নেই, তবুও মোমের আলো কেঁপে উঠছে!
আর, তড়িৎ গতিতে চলছে হাতের কলম;
একের পর এক ইচ্ছেকে, কবি খুন করে চলেছেন..
#মন_সায়রের_পাড়ে
Subscribe
Login
0 Comments