কবি হয়ে
অনেক আগেই ভেবেছিলাম,
আর কবিতা লিখবো না,
লিখবো না আর,
চলতি কোনো পথের কথা।
আলো-ছায়ার মানুষগুলোর মতো,
হঠাৎ করে বদলে যেয়ে,
অবাক হয়ে বলবো না আর,
নীল আকাশের কথা।
কেন আবার??সে-তো সবাই বলে,
তাই বলে-কি আকাশটা নীল??
রোজ সকাল, শেষ দুপুর, আর নিঝুম রাতে??
রঙগুলো তো ঐ আকাশের হয় অমিল।
কিন্তু, শুধু এটুকুই আর নয় প্রকৃতি,
দূর্বাঘাসের কথাও আবার আছে-তো?
ঝিলমিলিয়ে এগিয়ে চলা নদীর মত,
মিটির মিটির বাতিগুলোও সাজে তো।
দূরের বন, কাশবন আর বাঁশবন-ই হোক,
চাঁদের আলো, রোদের মেলা করে খেলা,
তাই তো আমি ঝুম বৃষ্টির এক বিকেলে,
কবি হয়ে লিখতে চাই এক বেলা।
Subscribe
Login
0 Comments
Oldest