প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আকাশের তারা হয়ে ভালো থেকো তুমি,
ওই শূন্য মেঘ, দক্ষিণা হাওয়া, কনকনে শীত,
এসবে আমার কোনো টান নেই, কোনো মায়া নেই।

জীবন থমকে গিয়েছে, ধীর হয়েছে সময়,
এখনো বেঁচে আছি, তবে শূন্য হৃদয়ে।

তোমার সাথে কত গভীর প্রেম ছিল,
কত শত স্মৃতি সবই আজ আবছা,
গোধূলি লগ্নে ফেলে এসেছি সব।

শূন্য হাতে ঘুরবো পুরো পৃথিবী,
পথে পথে খুঁজে ফিরবো তোমায়,
আবছা আলো, আবছা অন্ধকার,
আর ঘরে ফেরা পাখিদের ডাক।

কোথাও তুমি নেই, কোনো জনপদে নেই,
আকাশের নীলে নেই,
বসন্তে নেই,
দক্ষিণা হাওয়াতে নেই,
বৃষ্টিস্নাত সন্ধ্যায় নেই,
ভ্রমরের গুঞ্জনে নেই,
হেমন্তের আবছা শীতে নেই,
ঝর্ণার কলকলানি তে নেই,
সাগরে স্বচ্ছ জলে নেই,
পৃথিবীর আর কোথাও নেই।

তুমি শুধু আছো আমার হৃদয়ে,
পুরো অস্তিত্বে,
বহমান জীবনের মৃয়মান স্রোতে।

তুমি আছো দৃষ্টির সীমানায়,
গভীর চিন্তায়,
জীবনের উজ্জ্বল আলোতে,
আছো দীপশিখা হয়ে।

– ০৯–১০-২০২৩, মিরপুর-১২, ঢাকা, বাংলাদেশ

0

Publication author

0
শেখ মনিরুল হাসান ১৯৯৫ সালের ১২ অক্টোবর ফরিদপুর জেলার কোতআলি থানাধীন পরমান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বি. এস. সি. ইন ইন্জিনিয়ারিং পাশ করেছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে।
Comments: 0Publics: 5Registration: 08-10-2023
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে