প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনেক আগেই ভেবেছিলাম,

আর কবিতা লিখবো না,

লিখবো না আর,

চলতি কোনো পথের কথা।

 

আলো-ছায়ার মানুষগুলোর মতো,

হঠাৎ করে বদলে যেয়ে,

অবাক হয়ে বলবো না আর,

নীল আকাশের কথা।

 

কেন আবার??সে-তো সবাই বলে,

তাই বলে-কি আকাশটা নীল??

রোজ সকাল, শেষ দুপুর, আর নিঝুম রাতে??

রঙগুলো তো ঐ আকাশের হয় অমিল।

 

কিন্তু, শুধু এটুকুই আর নয় প্রকৃতি,

দূর্বাঘাসের কথাও আবার আছে-তো?

ঝিলমিলিয়ে এগিয়ে চলা নদীর মত,

মিটির মিটির বাতিগুলোও সাজে তো।

 

দূরের বন, কাশবন আর বাঁশবন-ই হোক,

চাঁদের আলো, রোদের মেলা করে খেলা,

তাই তো আমি ঝুম বৃষ্টির এক বিকেলে,

কবি হয়ে লিখতে চাই এক বেলা।

0

Publication author

0
কালের কণ্ঠে হয়তো আমি নীরবতা... "আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, যত পারি ভিক্ষালব্ধ ধনে কুড়াইয়া আনি।"
Comments: 0Publics: 1Registration: 30-01-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে