কষ্ট পুড়ে
![]()
কষ্ট পুড়ে
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- শূন্যর শূন্যস্থান (দ্বিতীয় খন্ড)
—+++
মানুষের কষ্ট নানা রূপে, স্ব-হাসির আড়ালে লুকায় স্নিগ্ধ চুপে।
মায়ের কষ্ট সন্তানের অশ্রুতে, বাবার কষ্ট ঘামে ভেজা বুকে।
বিবাহ বিচ্ছেদের মানসিক যন্ত্রণা, প্রতারণায় ভাঙে বিশ্বাস।
বহু ছলনা হৃদয় পোড়ায়, দূরে সরিয়ে আপন ভাঙে আশ্বাস।
বোঝা না হওয়ার ভাবনায়; আধুনিক মা বাবা বৃদ্ধাশ্রমে আজ ইচ্ছায়।
নানা অজুহাতে কিছু সন্তান; বাবা-মাকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্যও করায়।
স্বাধীনতা হারিয়েই কুকুর বিড়াল খাবারের আশায় লেজ নাড়ে।
চাবুকের আঘাত নিয়ে পোষা ঘোড়া মনিবকে তুষ্ট করে মাঠ চিরে।
আকাশ কাঁদে মেঘের ভারে, ধরাতলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
বাতাসের তোড়ে ধুলো উড়ে ভরভর করে, দুঃখে পৃথিবী নড়ে।
কুঠারের আঘাতে গাছ কাঁদে, খাঁচায় পাখি গায় বিষাদের সুরে।
ফুল-ফল-পাতা বার্ধক্যে ঝরে, আর জীব বাঁচে উদরে পুরে।
কারোর খাওয়ার জোগাড়ে কষ্ট, আবার অতি খেয়েই অসুস্থ কেউ।
‘আসল শরীর’ সময়ে বোঝেনা কেউ, আছড়ায় রোগ রোগীর মস্ত ঢেউ।
একে একে কষ্টগুলো বয়ে চলে নদীর স্রোতে, শান্তি খোঁজে তনে মনে।
সূর্য ঢাকে আঁধার গহনে, চাঁদ লুকায় অমাবস্যার তিথি ক্ষণে।
সব কষ্ট মিলে হয় এক বিশাল সমুদ্র, সুখের মাঝেও আঁকে জীবন-চিত্র।
অচেনা অজানার মাঝেও হাত বাড়াই, নিশ্চয়ই একদিন পাব মিত্র।
আজ সচেতনতার অভাবে দূষিত বায়ু, জল মাটি আজ নষ্ট।
নিঃসঙ্গতায় রাত জাগি; আমি শ্রেষ্ঠ মানুষ, অপমানে পুড়ে কষ্ট।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)