Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

কারে কহি কবি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আচ্ছা সীমা, বলতে পার?

কবি বলতে তোমার ধারনা কি?

ধেৎ! মাঝে মধ্যে তুমি এমন সব আজগুবি কথা বল না? ভাল্লাগে না।

কবির ধারনা? কবি তোমার কি করলো শুনি?

আর হঠাৎ করে কবিচর্চাই বা কেন? যত্তোসব উদ্ভট কথাবার্তা।

রাত অনেক হলো। ঘুমাতে যাও ।

আরে শোন শোন। আমি কবিদের একটা নির্মল সংজ্ঞা খুঁজতেছি।

সংজ্ঞা?

কেন?

কারন আছে।

আগে বল কারনটা কি?

বলছি, বলছি।

তুমি আগে একটা ধারনা দাও। তারপর সব খুলে বলবো।

উম..ম! কবি মানে….পাইছি। কবি মানে কল্পনা বিলাসী।

কল্পনা বিলাসী? সেটা আবার কী?

আরে যিনি কোন কিছু কল্পনা করে তা ভাব আর ভাষায় লিখিতভাবে প্রকাশ করতে পারেন, তিনিই কবি।

সহজ কথায় পদ্য বা কবিতা লিখেন যিনি।

হুম! তার মানে কবি আর কবিতার মধ্যে একটা অন্তর্নিহিত যোগাযোগ আছে।

মানে কবিকে তা মানে তাপ দিলে অথবা তাড়না দিলে যা উৎপাদন তাই কবিতা। আর কবিতার উৎস হলো কবি।

তা মন্দ বলনি। তবে সেটা কবির ঠিক যুৎসই সংজ্ঞার মধ্যে পড়ে না।

সেকেলে। হয়তো ঠিক।

তবে আমার মনে হয় এটা বাজে কথা। গতানুগতিক। এটা কোন সংজ্ঞার মধ্যেই পড়ে না।

সংজ্ঞা বলতে বলেছ, সংজ্ঞাই তো বললাম।

ঠিক আছে। ধরো যিনি ভাবুক, রসবোধ আছে, দর্শনটাও বুঝেন। ভাল ছবি আঁকতে পারেন। তিনিই কবি।

হুম! তাইতো? সুন্দর সংজ্ঞা। আর একটু ভেবে বল না?

তাহলে কল্পনার রংঙ্গে বিচরনকারী।

ধুর। একই তো হলো। বরং এটা করবি হয়ে গেল। ফুল না খোঁপা ঠিক বুঝা গেল না।।

আর পারবো না। এর চেয়ে ভালো আমি আর বলতে পারিনা।

সনির্বন্ধ অনুরোধ করছি। একটু ভেবে বলনা। তোমাকে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবো বলো?

তুমি কিন্তু কারনটা বলনি? যৌক্তিক কারন না থাকলে আমি আর এই প্যাঁচালে নেই।

আচ্ছা ঠিক আছে শোন! আজকাল ফেসবুক খুললেই হরেক রকমের কবি আর বাহারী সব কবিতা চোখে পড়ে।

কোনটা কবিতা আর কোনটা প্যাঁচাল বুঝি না।

তুমি কি পাগল হলে নাকি?

কবির রকম ফের আর কবিতার বাহার। উজবুক কোথাকার।

এই যাহ্ তুমি রেগে গেলে! সত্যি বলছি রাগলে তোমাকে যা লাগে না!! সুপার ডুপার, ইয়ে মানে এ্যানজেল।

বাতাস দিতে হবেনা। কি বলছ স্পষ্ট করে বলো।

বলছি, বলছি। আমি তো একটা হাদারাম পাবলিক। যা চোখে পড়ে তাই পড়তে যাই। এতেই সমস্যাটা।

কি সেটা? সমস্যাটা কি?

সমস্যাটা হলো কবির প্রকারভেদ।

কবিরা কেউ যশের কেউবা রসের, কেউ ভাবের কেউ ভবের আবার কেউ কেউ স্বভাবের।

কারো ভাষা সরল শুদ্ধ কারো ভাষা দুর্বোধ্য। কোনটা আধুনিক কোনটা আবার দুর্বিনীত বেপরোয়া বাচনিক।

পড়তে গেলে কখনো মনে হয় কবিতা পড়ছি নাকি পাথর চিবাচ্ছি। এতটাই কঠিন আর দুর্বোধ্য।

তাই বলছি কি? কবি বুঝে কবিতা পড়বো।

যদি হয় তেমন কবি।”রসবোধ-ধী-সম্পন্ন পটুয়া, প্রেমিক, দ্রোহী, দার্শনিক এবং ভাবের রাজ্যে দূরদর্শী”।

এছাড়া আর কাহারে কহি কবি। কেবল তখনি কবিতা পড়তে রাজি আছি আমি।

যার মাঝে আছে ভাব, ললিত ভাষা আর কল্পলোকের ছবি।

 

0

Publication author

offline 6 months

Md. Moktarul Alam

0
NGO Worker
Comments: 0Publics: 43Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।