কালরাত্রি
266 total views
আকাশে বাতাসে খুশির আমেজ
শরতের কাশফুল ফুটে আছে সাদা
মা দুর্গা আসছে
বাংলার ঘরে ঘরে।
বেলা যায় বেলা আসে
নব প্রভাতের হাত ধরে
দেবী দুর্গার পরম মহিমা
মানবের হৃদয় মাঝারে জমে।
কালরাত্রি দেবী দুর্গার রূপ
পৃথিবীকে ঘিরে রয়,
দূর সীমানার বাতাস হতে
শিউলির গন্ধ আসে।
আকাশে নীল মেঘ ঘোরাঘুরি করে
একপশলা বৃষ্টির আশায়;-
পূজার দিনের মেঘলা আকাশ
শরতের চোখের মেলায়।
Subscribe
Login
0 Comments