কালের ফরিয়াদ
কালের ফরিয়াদ
হাকিকুর রহমান
বিকোসনেরে আর তোরা
স্বল্পমূল্যে বিকোসনে,
বিবেকটাকে বিলীন করে
খারাপটাকে শিখোসনে।
ঘুমাসনেরে আর তোরা
জেগে জেগে ঘুমাসনে,
ভালোটাকে পুঁতে ফেলে
মন্দটাকে চুমাসনে।
থাকিসনেরে আর তোরা
আঁধারেতে থাকিসনে,
ধ্যানধারনা পাল্টে ফেলে
অন্য কারে ডাকিসনে।
লুকাসনেরে আর তোরা
কর্মটাকে লুকাসনে,
মন্দ-ভালো নিলাম করে
আহ্লাদেতে চুকাসনে।
Subscribe
Login
0 Comments
Oldest