কুহেলিকা
সেই
কবে অভিমানে
তুমি বলেছিলে নির্জনে
মুক্ত করে দাও মুক্তিদানে,
ভুলে যাও রেখো নাকো মনে;
ভিনদেশি এক আকাশ ডাকছে যে গোপনে।
সেই
চলেই গেলে
শূন্যতায় একা ফেলে
ভিনদেশে উড়ন্ত ডানা মেলে,
এতোই যদি মমতা হৃদয়ে খেলে;
তবে কেনো আসো স্বপ্নের আলো জ্বেলে?
চন্দ্রিমা
আকাশের পরে
মেঘের ডানায় করে
বায়ুর শীতল হাত ধরে,
রোজ নিশীথে কেনো আসো ঘরে?
হাসনাহেনার তীব্র সুবাস ছড়িয়ে সবার অগোচরে।
শয্যার
নিবিড় স্বপনে
কপোল বাহুর মিলনে
অথচ রক্তপ্রবাহ নেই সেখানে,
কুহেলির ছদ্মবেশেই যদি আসবে এখানে;
তবে কেনো উন্মত্ত করেছিলে ভালবাসার বাঁধনে?
Subscribe
Login
0 Comments
Oldest