প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শহরটা গেছে অনেক বদলে।
অনেক গল্প হারিয়ে গেছে ঐ ব্যাস্ত কোলাহলে।
দুপুরে শেষে বিকালে এখনো কি হয় রৌদ্র নরম??
প্রিন্সেপ ঘাটে এখনো কি মেলে ঘটি গরম??
জেনো ভোরে আলোর মতো ভালোবাসা এসেছিলো,
এ জীবনে,
তারপরে ঝড়ে গেলো সব স্বপ্ন
সজনা ফুলের মতন , গোপনে।
তবু ব্যাখ্যা নেই কেনো?
তাকে ভালো বাসি তাকে এখনো।
আকাশ মতো এক হয়ে,
আজ আঁধারে যাচ্ছি হারিয়ে।
রাতের গভীরতা ভেসে যায় তার ভাবনায়।
বিব্রত মেঘেরা কখনো কখনো
তাকে চিঠি দিতে , তার ঠিকানা চায়।
আমি বলি ওদের বৃষ্টি হয়ে
বরং তুমি তাকে ভাজাও আদরে।
একা বাঁচার তাগিদে ভুলতে চাই তারে, বারে বারে।
আমার ভাবনার আকাশটা যে
সে এখনো আছে দখল করে।
দুপুরে শেষে বিকালে এখনো কি হয় রৌদ্র নরম??
প্রিন্সেপ ঘাটে এখনো কি মেলে ঘটি গরম??

0

Publication author

offline 2 months

মানব মন্ডল

0
ভাষা আন্দোলনের কর্মী হিসেবে কিছু বর্ষীয়ান সাহিত্যদের সাথে পরিচয়। তাদের উৎসাহে সাহিত্য অনুশীলন শুরু। উল্লেখযোগ্য গ্রন্থ - পুতুল তৈরির গল্প কথা। পেশায় - সাফাই কর্মী
Comments: 0Publics: 2Registration: 08-01-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে