ক্ষয়ে যাওয়া মানচিত্র থেকে বলছি
অনেকটা সময় কেটে গেল যুদ্ধের মানচিত্র থেকে
যেহেতু পৃথিবীতে সমস্ত যুদ্ধ আজ সমাপ্ত ঘটে গেছে
মৃত সৈনিক ঘরে ফেরে না,ফেরে শুধু জীবিতরা
ক্ষয়ে যাওয়া মানচিত্র থেকে নতুন জন্ম পায় তারা।
এতদিন যে মেয়েটিকে অপেক্ষা করিয়ে রেখে
যে সৈনিকটি একদিন যুদ্ধে গিয়েছিল
প্রিয় মানুষটিকে চোখে জল ঝরিয়ে
আজ সেই সৈনিকটি ছাড়পত্র পেয়েছে মনের কাছে হেরে গিয়ে ।
মাঝেমধ্যে আগুনের ভিতর আরো আগুন জ্বলে ওঠে
মৃত সৈনিকদের কঙ্কালের ভেতর থেকে
সশব্দে তারা যেন বলে ওঠে আবারও যুদ্ধ চাই
চাই শুধু যুদ্ধ : অপসন্ন চোখ খুলে যায় আমার
প্রশ্ন করে কেউ তখন
একটাই উত্তর বেঁচে আছি তো !
এসব শর্তহীন শোক মিছিলে
হেঁটে যাওয়াও পাপ
জানি ঠোঁটের কাছে যে সব কথা
নীল সমুদ্রের মতো মনে হয়
চোখের নিচের দাগ কাটিয়ে
আমি জানতাম যুদ্ধ আসবে আবার
জন্ম নেবো মৃত্যুর বিছানা ছিটিয়ে
দেয়াল ঘড়িতে রাত ঠিক বারোটায়।।