আলো আঁধারের অন্তরালে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবিতা — আলো আঁধারের অন্তরালে
রচনা — অশেষ মাজি ।

আলো ও আঁধার ঠিক যেন দুই ভাই ,
মানব জীবনে খেলা করে চলে অবলীলায় ।
একটি যখন আসে, অপরটি তখন যায়;
এটাই ওদের ধর্ম – কর্ম মানব জীবদ্দশায় ।
কোনো কাল্পনিক গল্প -গাথা নয় ,
মানব জীবন চলে বাস্তব গতিশীলতায় ।
আঁধার যখন আসে, জীবনে আসে কষ্ট ;
শোক -দুঃখ, বেদনা শুধু রয়ে যায় অবশিষ্ট ।
জীবন হয় দুর্বিষহ, জগদ্দল পাথরের ভরে
আলো তখন অট্টহাসি হেসে, পালায় জানালা পারে।
হয়তো! দুঃখের বোঝা বইতে বইতে হয়ে যাবে ক্লান্ত,
তবু, সত‍্যের ধ্বজাধারী জীবন অতি মধুর এবং দুর্দান্ত।

জীবন পথে আসবে বাধা ; পড়বে চড়াই – উৎরাই ,
বাঁকা পথের কাঁটার পাহাড় সাফ–করতে হবে তাই।
ভালোবাসো জীবনটাকে,, ভাসো জীবন নদীর স্রোতে,
তার আঘাতেই ভাঙবে জগদ্দল,বিলীন হবে তাতে ।
ধারার ছোঁয়ায় জীবন আঁধার যাবে অচিনপুরে ,
আলো তখন দেখবে হাজির মন মন্দির দ্বারে ।
অতীতের শোক -দুঃখ,বেদনা সকল হবে দূর,
আনন্দ আলোক প্রভায় জীবন হবে অতি মধুর।।

0

Publication author

offline 2 years

Asesh Majhi

0
শিক্ষক, তার পাশাপাশি লেখা লেখি পছন্দ করি।।
Comments: 0Publics: 1Registration: 08-05-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে