খন্ড খন্ড ভালোবাসা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

[১]
একে অপরের দিকে লুকিয়ে চুরিয়ে বারবার তাকিয়ে থাকা,
এই হলো ভালোবাসার লক্ষণ- মন দেওয়া নেওয়ার শুভ সূচনা।

[২]
তোমার মধ্যে বাস করতে পারলে মন শান্তি পেতো,
তোমার শরীরের রক্ত হলে- এই আশা পূরণ হতো!

[৩]
এই যে তোমায় সামনাসামনি না দেখতে পাওয়া-
তাই তো তোমার মনের দরজায় সরাক্ষণ কড়া নাড়া।

[৪]
প্রিয়ার কোনো কথায় যদি প্রেমিক কষ্ট পায়,
তবে প্রেমিকের সে কষ্ট ঘুচবে না কিছুতে-
যদি না প্রিয়া নিজের ভুল বুঝে অঝোর ধারায় কাঁদে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/০৭/২০২৩

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 200Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।