খুব সহজেই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

খুব সহজেই ভালোবেসে ফেলি
খুব সহজেই নিজেকে বিলিয়ে দেই
বিরহের অনলে পুড়ে পুড়ে
ধূপ হয়ে গন্ধ ছড়াই ।
খুব সহজেই রাতের র্নিজনতায়
বেওয়ারিশ কুকুরের ঘেউ ঘেউ শব্দকে উপেক্ষা করে
মায়াবিনীকে দেখব ভেবে দেয়ালের আবডালে ঠাঁয় দাড়িয়ে থাকি।
খুব সহজেই ভালোবেসে ফেলি ক্যান!
স্নিগ্ধ রাতের স্বপ্নকে অবলোকন করে
সমুদ্র সাতঁরাই নোনা জলে
সুঢৌল স্তনের বুক উপত্যকায়
কামনার ভ্রমর খেলা করে মৌনতায়।
খুব সহজেই আপনারে ভিড়াই
অসুন্দর পাখা মেলে যবে
দুঃস্বপ্নের সারথীরা ছুটে চলে
স্বপ্নহীন অপার প্রান্তরে ।
ভালোবাসি বলেইত পিছুটান নেই
বা রাখিনি মুগ্ধতার বলয়
কাছে টেনে দূরত্বের সমান্তরাল পথে
দুটি মন খেলা করে কালকেউটের বেশে ।।

0

Publication author

offline 4 months

অমি রেজা

0
জন্ম-ঢাকা,পড়াশুনা-এম.কম(ঢাকা বিশ্ব বিদ্যালয়),লেখালেখি-একক গল্পগ্রন্থ,বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
Comments: 5Publics: 21Registration: 20-09-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।