খুব সহজেই
![]()
খুব সহজেই ভালোবেসে ফেলি
খুব সহজেই নিজেকে বিলিয়ে দেই
বিরহের অনলে পুড়ে পুড়ে
ধূপ হয়ে গন্ধ ছড়াই ।
খুব সহজেই রাতের র্নিজনতায়
বেওয়ারিশ কুকুরের ঘেউ ঘেউ শব্দকে উপেক্ষা করে
মায়াবিনীকে দেখব ভেবে দেয়ালের আবডালে ঠাঁয় দাড়িয়ে থাকি।
খুব সহজেই ভালোবেসে ফেলি ক্যান!
স্নিগ্ধ রাতের স্বপ্নকে অবলোকন করে
সমুদ্র সাতঁরাই নোনা জলে
সুঢৌল স্তনের বুক উপত্যকায়
কামনার ভ্রমর খেলা করে মৌনতায়।
খুব সহজেই আপনারে ভিড়াই
অসুন্দর পাখা মেলে যবে
দুঃস্বপ্নের সারথীরা ছুটে চলে
স্বপ্নহীন অপার প্রান্তরে ।
ভালোবাসি বলেইত পিছুটান নেই
বা রাখিনি মুগ্ধতার বলয়
কাছে টেনে দূরত্বের সমান্তরাল পথে
দুটি মন খেলা করে কালকেউটের বেশে ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)