খেয়ালী খোয়াব (প্যারোডি)
ভ্রান্তি
আমি আমার নিজের মত করে সাজিয়ে
স্বপ্ন দেখে চলেছি নিরন্তর।
প্রকাশ্য দিবালোকেই।
স্বপ্নবিলাস বলতে পারেন।
উলট পালট কিছু দেখলেই মনে মনে গুলি চালিয়ে দিলাম………….
অথচ আমি অস্ত্রহীন।
কোনকালেই আমার বন্দুক বা পিস্তল ছিল না।
কল্পনা
ক্রিকেট মাঠে একের পর এক
যখন উইকেট পড়ছে
তখন আমি ব্যাট হাতে দাঁড়িয়ে গেলাম…
চার ছয়ের ফুলঝুরি নিয়ে।
অথবা প্রতিপক্ষ রানের বন্যা বইয়ে দিলো
অথচ উইকেট শুন্য।
আমি বল হাতে বিধ্বংসী বোলিংএ
তছনছ করে দিলাম বিপক্ষ শিবির।
অসম্ভব
ফুটবল মাঠে একের পর এক
গোল খেয়ে যাচ্ছে বাংলাদেশ
প্রতিরোধের সামর্থটুকুও নেই।
তখনই আমি একাই গোলবন্যা বইয়ে
জিতিয়ে দিলাম দলকে অতিমানবীয় দক্ষতায়।
অথচ সম্ভাবনাহীন।
যে কোন পর্যায়ের টুর্নামেন্টে
খেলার সৌভাগ্যই হয়নি আমার।
খেয়ালি খোয়াব
সিরিয়া, কাশ্মির, মায়ানমার সর্বত্রই
প্রতিরোধহীন মার খাচ্ছে মুসলিম নিশিদিন।
আমি বোমা মেরে ঝড় ঝঞ্ঝার মত চুরমার করে
সব উড়িয়ে দিলাম, ধংসস্তূপ দেখছি। কিন্তু নাহ্।
সবকিছুই ঠিক আছে। কিছুই হয়নি। খোয়াব দেখলাম।
অবাস্তব
বরং শুনি বানের পানির মত
এদেশে ঢুকছে রোহিঙ্গা
জাতিসংঘে কাশ্মির প্রতিনিধি
হুহু করে কেঁদে দিলো
ভারতীয় সেনাবাহিনির
জুলুম নির্যাতনের বিবরণ দিতে গিয়ে।
রাসায়নিকের প্রতিক্রিয়ায় মরছে সিরিয় শিশু
মাছের পোনার মত।
আমি হোয়াইট হেলমেট ত্রাতা হয়ে
বাঁচিয়ে দিলাম হাজারো শিশু। কল্পনাতীত।
ফাটাকেষ্ট
কেউ ঘুষ খাচ্ছে জেনে
বীর বেশে সেখানে হাজির হয়ে
হাতে নাতে ধরে ফেললাম দুস্কৃতি।
এবং জেলে পাঠিয়ে দিলাম ঘুষখোরকে।
কিন্তু বাস্তবে ওসব কিছুই হয়নি।
আমি আমার জায়গায় স্থির আছি।
কেন অমন হয়?
হয়তোবা ডিএল রায়ের নন্দলাল আমার প্রেরণা।
খামাখা
আমার মতের বাইরে গেলেই
মনে মনে ট্রিগার টিপে
সবাইকে খতম করে দিলাম তখনিই।
কিন্তু নাহ্। কিছুই হয়নি।
কেননা আমার তো ট্রিগার টিপার মত
কোন ডিভাইস নেই।
অহেতুক
আজকাল অনেককেই আমার মত
খামাখা কর্মকান্ড করতে দেখছি।
সর্বত্রই।