প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

 

যেদিকে তাকাই আমি

শুধুই বিরহ লেখা

মিথ্যা হয় সমস্ত ছোটাছুটি

পায় না আশার দেখা।

 

অন্ধকারের কালো মেঘ

ফুঁড়ে ফুঁড়ে এগিয়ে আসে

জীবনের পাতার দিয়ে

থাকে না তখন মনের দিশা।

 

নিশাচর প্রাণীর লাল চোখে

নিদারুণ যন্ত্রণা খোদাই করা

সে ও হতে চাই উন্মুক্ত, স্বাধীন

যদি না থাকতো হানাদার।

 

দূর সীমানার ধূলো বলে যায়

খোলা মনে উন্মুক্ত হাওয়া,

নীল সমুদ্রের মাঝে মাঝে

কিছু চাওয়া থেকে যায়?

 

 

প্রকৃতির বিরহের কলম

আমাকে বলে যায়

অশান্ত ভয়ের রেখা

কখন আসে যায়।

 

উন্মুক্ত হতে গিয়ে

শুধুই বিরহ জ্বালা

চোখের ভাষার আগুন

জ্বালিয়ে দেয় পাতাকে।

 

প্রান্তরে প্রান্তরে সবুজ ঘাসের

ডগায় শিশিরের সোনা রোদ

এঁকে দেয় জীবনের ছবিকে

খোলা মনে, উন্মুক্ত হাওয়াতে।

 

 

ফাগুনে গুঞ্জন গায়

অতীত পাখির সমাবেশে,

কৃষ্ণচূড়ার লাল ফুলে

লিখি বেদনা খোলা মনে।।

২১/০৪/২১

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

0

Publication author

0
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 409Registration: 15-04-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।