গরম ভাত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 220 total views

লোকাল টেরেন চালু হইছে,
একটু ভরসা জোগাইছে, বেঁচে থাকার;
আরও দুইদিন বেশি খেয়ে পরে বাঁচার ৷
“শুধু অন্নের জোগান টুকু কইরো ঠাকুর,
শুধু অন্নের জোগান টুকু কইরো;
ক্ষিদের জালা বড়ই জালা”
-হাত জোড় করে ঠাকুর প্রনাম করে,
বেড়িয়ে পরলো মিনতির মা;
ভোর ৩:৪৮এ ক্যানিং লোকাল;
শিয়াল দা থেকে আবার শ্যামবাজার যেতে হবে,
দে গিন্নিমার বাড়ি ৷
এই করোনার সময় যে কতদিন,
খেয়ে না খেয়ে, আধপেটা খেয়ে বেঁচে আছি;
তা আর কেরে বলবো ?
ছেলেটা ওর বাপের মতো হয়েছে,
কেউ কাইজে ডেইকে লইগেলে, তবেক যায়;
নইলে ক্যাইথা মুড়ি দিয়ে, বারান্দায় পইরা থাকে ৷
আর ওর বাপঠো তো বিইড়ি ফুঁইকে, টাইস খেইলে;
তিন কুড়ি পার কইরা দিলেক ৷
যতক চিইনতা, সইব আমার ;
মিনতি বড় হইতেছে, কী করে ওর বে দিমু;
সে তো পইরের কথা ;
খাওয়াই জুটতেছে না, তো আর মিনতির বে !
ওই লোকডাউনের আইগে, আফিস বাবুগোর
বাড়িতি কাইম ছেলো; কোল কাতায় ৷
ফোন করিলাম, বাবু গিন্নি গো-
বললেক লোক পাই গেছে;
মোর দরকার লাই ৷
একঠো বাড়ির বাবু গিন্নি, বইলেছে আয়;
মিন্তির মা আয়, আমি লোক নেইনি-
তোর জন্য, তুই আয় ৷
এই গিন্নি মাঠো, বেইশ ভালো;
সেইদিন কাইজের শেইষে,
দে গিন্নি মা শুধালো, ওই মিন্তির মা ?
কালীপুজোয় ঠাকুর দেখতে যাবি ?
ঐ পাইক পারে;
৩০০ভরি সোনার গহনা দিয়ে,
মাকে সাজানো হবে ৷
মিনতির মা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে,
কি জেনো ভাবলো;
তারপর কপালের ঘাম মুছতে মুছতে বললো,
না, গিন্নি মা, তুমি দেইখ্যা আইসা; বলোও-
কেমন হইছে ?
শারীর আঁচল দিয়ে, চোখের কোনার
জল, মুছতে মুছতে মিনতির মা বললো,
গিন্নিমা ? আইজ কিছু টাকা ধার দিইবা ?
মাসের শেষে কাইটা লইও !
বাড়ি ফেরার সময় দুটো চাইল কিনা,
ঘরে ফিরুম;
বহুতদিন পেইটভরে, গরমভাত খাইলাই;
তাই…৷

0

Publication author

offline 3 months

সুজিত

0
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)