গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (তৃতীয় পর্ব)
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কোকিলের কুহুতান প্রভাত পাখির গান
সকালে সোনার রবি উঠে,
সোনা রোদ পড়ে ঝরে বাড়ির উঠান পরে
ফুলশাখে ফুলকলি ফুটে।
প্রভাত সময়কালে গোয়াল ঘরের চালে
কাকগুলো করে হাঁক ডাক।
বাড়ির বেড়ার কাছে আমড়ার গাছ আছে
মধুকর বেঁধেছে মৌচাক।
তরুশাখে পাখি সব করে কত কলরব
দূরে বাজে রাখালের বাঁশি,
পলাশের বনে বনে দেখে রং লাগে মনে
সেথা ফুল ফুটে রাশি রাশি।
অজয় নদীর ঘাটে ক্রমে ক্রমে বেলা কাটে
দিবসের হয় অবসান,
শালবন ঝোপঝাড় নামে সেথা অন্ধকার
থেমে যায় পাখিদের গান।
জোনাকিরা শুধু জ্বলে রজনী গভীর হলে
গোটা গ্রাম ঘুমে অচেতন,
শুনি আমি থেকে থেকে অজয় নদীর বাঁকে
শৃগালেরা করিছে ক্রন্দন।