গুণ
160 total views
গুণ
হাকিকুর রহমান
প্রজাপতি কহিল ডাকি, ওহে ভোমরা,
কত ঘুরে ফিরি রঙিন পাখায়,
তবুও বাউলের কাছে এত প্রিয় তোমরা?
তোমারে লয়ে তুলে সে কতনা সুর,
আমিতো অদেখাই রহিলাম-
যতই উড্ডীয়মান রহি বহুদূর।
ভোমরা কহিল কানে কানে,
মম গুঞ্জন উচকিত করে প্রাণে প্রাণে।
উপর্যুপরি, করিয়া আরোহিত মধু ভক্ষণ,
সকলেই প্রীত রহে চিত্তে ও নিরাময়তায় বিলক্ষণ।
Subscribe
Login
0 Comments