প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনিশ্চয়তা যেন পাগলের মতো তাড়া করে
সকাল থেকে সন্ধ্যা, মনের এক অস্বস্তি কোনে,
যখন খুশি ‘না বোধক’ একটা শব্দের অপেক্ষায়
প্রতিটি কাজের ফাঁকে ভাবনা আসে আনমনে।
দিবারাত্রি একটা ব্যস্ততাকে ভালোবেসে ফেলেছি
হয়ত ভবিষ্যতের কলম ধরতে সময় হয়েছে ব্যর্থ
যতটুকু আছে সবটুকু দিয়ে সাজতে চাই শিক্ষা
সময় চোখ রাঙিয়ে বলে প্রয়োজন আছে কিছু অর্থ।
আর্দশ হওয়ার আশায় শেষে আর্দ্রতায় ভেজে মন
হঠাৎই ভরা হাতের স্বপ্নগুলো হাবুডুবু খায় শূন্যতায়,
নিকট নষ্ট ভবিষ্যতের নাগপাশ ছিন্ন করার লক্ষ্যে
গভীর ব্যস্ততাকে জড়িয়ে ধরি কষ্ট ভোলার আশায়।
দুঃখ গুলো নির্বাক হয়, স্বপ্নগুলোর ব্যর্থতায়
হঠাৎই থমকে যাই ভালো লাগা অবিরাম বকবক
একাকী নিরালায় বসে দুঃচিন্তার সাথে চলে লড়াই
বুঝ দিই নিজেকে,আমি যে এক বেকার গৃহশিক্ষক।

 

0

Publication author

0
সমাজের বুকে যদি কখনও অন্যায় থেমে যায়। যদি কখনও প্রেম বিলীন হয়ে যায়। যদি কোনোদিন মানুষ অনুভূতির স্বাদ হারিয়ে ফেলে সেদিনও আমার কলম তোমাকে শোনাবে প্রেমের গল্প, প্রতিবাদের ধরন বা অব্যক্ত অনুভূতির চরম স্বাদ ...........
Comments: 2Publics: 13Registration: 04-01-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে